গোপালপুরে রোপো আমন ধানে পোকা নির্ণয়ে আলোক ফাঁদ

0
80

মো. নুর আলম, গোপালপুর  প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি ব্লকে ও পৌরসভা ব্লকে রোপো আমন ধান চাষের কৃষকদের নিয়ে ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোক ফাঁদ প্রচারণা চালাচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দের নিয়ে, উপজেলার বিভিন্ন কৃষি ব্লকে কৃষকদের মধ্যে রোপো আমন ধানের পোকামাকড় উপস্থিতি নির্ণয়ের জন্য আলোক
ফাঁদ স্থাপন করা হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.মাহবুবুর রহমান এর সাথে এ বিষয়ে বলে জানা যায়, আলোক ফাঁদ বিষয়ে কৃষকদের সাথে প্রচারণা অব্যাহত থাকবে, যাতে ক্ষতিকর কোন পোকা মাকর ধানে আক্রমণ করতে না পারে সে বিষয়ে কৃষকদের মাঝে অবহিত করে যাচ্ছি আমরা ।