সাগরে ঘূর্ণিঝড়, দেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

0
106

সপ্তাহখানেক আগেই এই উপকূলে ঘূর্ণিঝড় আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক আবহাওয়া দফতরগুলো। অবশেষে তাই সত্য হলো। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দফতর।

এদিকে লঘুচাপের কারণে আগামীতে আরো বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। তবে শনিবার তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে লঘুচাপের কারণে আগামী ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন থেকে চারদিন আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আজ এখন পর্যন্ত দেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এ কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।