খুলনার সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন

0
90

খুলনা প্রতিনিধি : ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে চলমান আন্দোলনের অংশ হিসেবে খুলনার সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে ৮ অক্টোবর বৃহষ্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত খুলনার শিববাড়ী মোড়ে সারা দেশে অব্যাহতভাবে নারী ধর্ষণের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখরিত হয় শিববাড়ী চত্বর। আগুয়ান ’৭১ সংগঠন মিছিল সহকারে অবস্থান কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করেন। এছাড়া সংহতি প্রকাশ করে অভিভাবকদের মধ্যে মোঃ তামজিমুল আহমেদ বক্তব্য রাখেন। সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উত্তম রায়, সঞ্জিত ম-ল, সোমনাথ দে, জাকির হোসেন জুয়েল, আল আমিন শেখ, সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড়, জয় দাশ, রাশেদ শেখ, রুমি রহমান, সুপর্ণা সরকার, আল ফারুখ, শেখ সাইদ লিয়াসাদ, অনীক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশে বর্তমানে নারী-শিশু ধর্ষণ অব্যাহত, সরকার ও প্রশাসন নিয়ন্ত্রণে এনে বিচারের আওতায় আনতে ব্যর্থ।
বক্তারা ধর্ষকদের গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান। একই সাথে দেশে ধর্ষণ আইন সংশোধনেরও দাবী জানান।