সুনামগঞ্জ সীমান্তে টিলার গর্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

0
175

সুনামগঞ্জ প্রতিওনিধিঃ সুনামগঞ্জর তাহিরপুর সীমান্তে পাহাড়ি টিলার মাটির খুঁড়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলির ম্যাগজিন উদ্যার করেছে সুনামগঞ্জ-২৮বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)র টহল দল।

বিজিবি সুত্রে জানাগেছে, ধর্মপাশার মধ্যনগর থানার বাঙ্গালভিটা বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদের ভিওিত্বে সোমবার রাতে দায়িত্বপূর্ণ এলাকার একটি পাহাড়ি টিলার গর্ত খুঁড়ে দুটি বিদেশি পিস্তল ও গুলি বিহিন একটি ম্যাগজিন উদ্যার করেন।ধারণা করা হচ্ছে পিস্তল গুলো গত ৭ হতে ৮ বছর পুর্ব কোন দুবৃক্ত চক্র বা অস্ত্র চোরাকারবারী টিলার মাটির নিচে পুতে রেখেছিল।

সুনামগঞ্জ-২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ’র অধিনায়ক লে.কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারী এ তথ্য নিশ্চিত করেন।

মধ্যনগর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পিস্তল দুটি ও ম্যাগজিন আদালতে জমা দেয়া হবে।
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)০৭/১০/২০ ইং