পটুয়াখালীর রাঙ্গাবালীতে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল

0
100

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সারাদেশে ধর্ষণবিরোধী কর্মসূচির ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’ এ স্লোগানে মঙ্গলবার রাত ৭ টায় ওই ইউনিয়নের স্লুইস বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধর্ষণবিরোধী এ মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ‘হাত বাড়াও রুখে দাড়াও’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

এতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ধর্ষণবিরোধী লেখা সম্বলিত প্ল্যাকার্ড।

বিক্ষোভ মিছিলটি চরমোন্তাজ স্লুইস বাজারের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ নির্যাতনসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, ধর্ষকের কোন দল নেই। এদের পরিচয় এরা ধর্ষক। তাই আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়।

নিরাপদ থাকুক সকল মা-বোন, দেশে বন্ধ হোক ধর্ষন-নির্যাতন’ এই স্লোগানকে ধারন করেন অংশগ্রহণকারী তরুণরা।