হাতীবান্ধায় ই-নামজারী ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
80

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে হাতের নাগালে ভুমি সেবা পেতে ইউনিয়ন পর্যায়ে ই-নামজারী ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিছনদই আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা। অন্যান্যদের মধ্যে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ প্রমুখ।

উল্লেখ্য, “জনসেবার জন্য প্রশাসন, দেশের সার্বিক উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে, পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ই-নামজারির কর্মসূচি বাস্তবায়ন করছেন সহকারী কমিশনার (ভূমি) অফিস।

এ কর্মসূচি সার্বিক বাস্তবায়ন, ভূমি সেবা হাতে নাগালে পেতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এই ই-নামজারী ক্যাম্পেইন শুরু করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে ধারাবাহিকভাবে চলবে এই ক্যাম্পেইন।