নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করার পর ভিডিও ইন্টারনেটে দেওয়া কুরুচিপূর্ণ

0
94

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করার পর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করা ভয়ংকর এবং কুরুচিপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এমন বীভৎসতা স্বাভাবিক ঘটনা হতে পারে না। বিশেষ করে অধিকতর তদন্ত করে বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তবে বিবস্ত্র করে গৃহবধূকে নির্যাতনের ঘটনা ষড়যন্ত্র হতে পারে বলেও মনে করছেন তিনি। বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সোমবার গণমাধ্যমের কাছে এমন প্রতিক্রিয়া জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, এটি একটি নিছক সামাজিক অপরাধ বলা যায় না। মিডিয়ায় নির্যাতনের বর্ণনা দেখেছি। গা শিউরে উঠল। এর থেকে খারাপ কিছু হতে পারে না। আমার কাছে ষড়যন্ত্র মনে হয়েছে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে। ‘কী কারণে ষড়যন্ত্র মনে করছেন’- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অপরাধীদের আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত হবে। জিজ্ঞাসাবাদেই সব বেরিয়ে আসবে। তিনি বলেন, কী কারণে সমাজের এই অস্থিরতা, তা আগে নির্ধারণ করতে হবে। অস্থিরতা, কুরুচি নাকি ষড়যন্ত্র, তা নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে। এসব অপরাধ কেন ঘটছে, আমরা সিরিয়াসলি খুঁজে বের করব।