নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে শুক্রবার জাতীয় মানবাধিকার সমিতির মানববন্ধন

0
82

দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে আগামী ৯ অক্টোবর, ২০২০ সকাল ১০.৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে। সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এই কর্মসূচী ঘোষণা করেন।

তারা বলেন, সারাদেশে আজ নারীদের ওপর নির্যাতন-অত্যাচার ও ধর্ষণ বেড়ে গেছে। বিভিন্নভাবে নারীদের নৃশংসভাবে ধর্ষণ করা হচ্ছে। ধর্ষকরা কাদের ছায়ায় এই দু:সাহস দেখায় ?

নেতৃবৃন্দ বলেন, আমাদের মা-বোনেরা আজ নিজেদের ইজ্জত রক্ষা করতে ঘরবন্দি হয়ে পড়ছে। মুক্তভাবে তারা চলাফেরা করার স্বাধীনতা হারিয়ে ফেলছেন। নারী নির্যাতনকারীরা অপরাধ করেও ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। অনেককে আবার আইনের আওতায় আনা হলেও আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় তারা মুক্তি পেয়ে যাচ্ছে। আর এ কারণে দেশে নারী নির্যাতন বেড়ে চলছে।