শ্রীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

0
167

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শ্রীনগরে মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকালে শ্রীনগর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি এএসপি আসাদুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ৭২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। সরকারের পক্ষ থেকে ২৬টি শর্ত দেয়া হয়েছে। পূজা উদযাপন কমিটিগুলো এসব শর্ত মেনে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব করবেন। এছাড়াও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃংখলা বাহিনী সার্বিক নিরাপত্তায় থাকবে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন, ওসি অপারেশন মো. কামরুজ্জামান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার মুদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, সহ-সভাপতি বলরাম বাহাদুর সাহা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ।