রামপালে এসিল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ

0
79

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শোভন সরকার শুক্রবার বিকাল ৪টায় ব্রি চাকশ্রী এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।

এসিল্যান্ড শোভন সরকার জানান, ব্রি চাকশ্রী এলাকার এক ব্যাক্তি গোপনে রূপসা থানার আইচগাতী এলাকার আশরাফ মীরের নাবালক পুত্র হাসিব মির অন্তর (১৯) এর সাথে তার কন্যার বিয়ের আয়োজন করেছে এমন তথ্য জানতে পারেন। ঘটনার সম্পর্কে অবহিত হয়ে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সময় তিনি আশরাফের বয়স ২১ বছর না হবার কারনে বাল্যবিবাহ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কন্যার পিতা শেখ আলী আকবরকে ২ হাজার টাকা জরিমানা করেন। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন ব্যাপক তৎপর আছে বলেও জানান তিনি।