পাকিস্তান ও মিয়ানমার থেকে এলো ১৭০ মেট্রিক টন পেঁয়াজ

0
72

পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা ১৭০ মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের (চট্টগ্রাম সমুদ্রবন্দর) উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল জানিয়েছেন, এসব পেঁয়াজ খালাসের জন্য এর মধ্যে ছাড়পত্রও ইস্যু করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর বিকল্প বাজার থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি দেশে এলো। আসাদুজ্জামান বুলবুল বলেন, মিয়ানমার থেকে চট্টগ্রামের কায়েল এন্টারপ্রাইজের আমদানি করা ৫৪ টন পেঁয়াজ খালাসে ছাড়পত্র দেয়া হয়েছে। আর গ্রিন ট্রেড পাকিস্তান থেকে আনা ১১৬ টন পেঁয়াজের ছাড়পত্র পেয়েছে। খালাসের জন্য ছাড়পত্র পাওয়া পেঁয়াজ দ্রুতই বাজারে প্রবেশ করবে। মঙ্গলবার পর্যন্ত গত ২৬ দিনে ৭৫টির মতো প্রতিষ্ঠান ১২টি দেশ থেকে এক লাখ ৪৭ হাজার ৫৪৫টন পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র নিয়েছে বলে জানান আসাদুজ্জামান বুলবুল।