মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে কারাতে প্রশিক্ষণের সমাপনী

0
72

রাজশাহী ব্যুরো: মোহনপুর এসিডির উদ্যোগে ও ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশে শিশু বিবাহ নিরোধের প্রকল্পে আওতায় ২০ দিনের কারাতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৪টায় টায় আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজ মাঠে কারাতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আশরাফ আলী। উপস্থিত ছিলেন ছিলেন যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল আরিফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন,সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, অভিভাবক সদস্য আরিফুজ্জামান আরিফ, এসিডির শিবগঞ্জ এরিয়া অফিসার হুমায়ন কবির, প্রকল্প সমন্বকারী মনিরুল ইসলাম পায়েল, এসিডি প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুনসহ শিক্ষার্থী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে যৌন হয়রানি আর নারী নির্যাতনের হার বেড়ে চলছে ফলে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণে কিশোরী শিক্ষার্থীদের আত্মরক্ষার পাশাপাশি শারীরিক সুস্থ্যতার বিবেচনায় এসিডির এর প্রশিক্ষনের আয়োজন করেছেন। মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা খুবই জরুরি। কারাতে প্রশিক্ষক মোজাম্মেল হক ও মনিরা খাতুন বলেন মফস্বলের নারী ও কিশোরী শিক্ষার্থীদের জন্যও চাই আত্মরক্ষার কৌশল তাঁর মতে, শহরের চেয়ে গ্রামে যৌন হয়রানি এর হার কোনো অংশে কম নয় তাই মফস্বল এলাকার শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে চান তিনি।