সুন্দরবন সুরক্ষায় কাজ করার আহবাণ মেয়র জুলফিকারের

0
73

মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: মোংলায় উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র জুলফিকার আলী সমাজের উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় করণীয়র পাশাপাশি কিভাবে সুন্দরবনের সুরক্ষায় কাজ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনার করার জন্য দি হাঙ্গার প্রজেক্টের প্রতি আহবাণ জানান।

কারণ হিসেবে তিনি আরো বলেন, সুন্দরবন আমাদের সকল ধরণের প্রাকৃতিক দুযোর্গে আগলে রাখে। সেই বনে গাছ কাটা, পশু নিধন, বিষ দিয়ে মাছ মারা ও ডাকাতিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড চলে আসছে। এসব বন্ধ করতে হলে বন নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, তাহলে এ ধরণের অপরাধ কমানো সম্ভব হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো; আলাউদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিল খোরশেদ আলম ও সাংবাদিক জসিম উদ্দিন। উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সচেতনতামুলক এ সভায় দি হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ রবিউল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা কোঅর্ডিনেট হাফিজুর রহমান, মোংলা উপজেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান ও মোংলা পৌরসভা এবং চাঁদপাই ইউনিয়ন কোঅর্ডিনেটর নয়ন মন্ডল উপস্থিত ছিলেন।

সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ পৌর কর্মকতার্-কর্মচারীরা অংশগ্রহণ করেন।