শেরপুর

জেলার ৩ শতাধিক রোভারের অংশগ্রহণে শেরপুরে ডে–ক্যাম্প অনুষ্ঠিত

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ডে–ক্যাম্প ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৫টি উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক রোভার অংশগ্রহণ করেন।

শনিবার (২৪ জানুয়ারি) শেরপুর সরকারি মহিলা কলেজ ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান, কমিশনার, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার ও অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজ-এর সভাপতিত্বে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী রোভারদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সকালে কর্মসূচির অংশ হিসেবে ক্রু মিটিং অনুষ্ঠিত হয়। এরপর রোভারদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান, সহ-সভাপতি ও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফ, সহ-সভাপতি শফিউল ইসলাম চান, সহকারী কমিশনার সারওয়ার জাহান তপন, সহকারী কমিশনার কে. এম. ফারুক, কোষাধ্যক্ষ শামসুল আলম, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান এবং শেরপুর জেলা রোভারের ডিএসআরএম নোমান মিয়া।
ডে–ক্যাম্প ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় শারীরিক প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ, কুইজ, আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন কলেজের আরএসএল, কর্মকর্তা, রোভার ও গার্ল ইন রোভারের ৩ শতাধিক সদস্য এতে অংশ নেন।

আয়োজকরা জানান, রোভারদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবামূলক মানসিকতা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ