পঞ্চগড়

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস ও নওশাদকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ও বিএনপির প্রার্থী দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান হেভিওয়েট এই দুই প্রার্থীকে শোকজ করেন। পাশাপাশি তাদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি সারজিস আলম পঞ্চগড় সুগার মিল মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী সভায় গেট ও ৩টি তোরণ নির্মাণ করেন। দলের প্রধান ব্যতিত অন্য দলের প্রধানের ছবি দিয়ে ব্যানার বিলবোর্ড স্থাপন ও নির্বাচনী প্রচারণায় ব্যবহার ও ফেইসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করেই প্রচারণা করা হয় যা সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

অন্যদিকে, বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে যে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে তা হলো গত ২৩ জানুয়ারি বিকেলে পঞ্চগড় পৌর এলাকায় তার কর্মী-সমর্থকদের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন দেখতে পান পরিদর্শনে যাওয়া দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

করতোয়া সেতুর দুপাশে, বিদ্যুতের খুটি, গাছে আচরণবিধি লঙ্ঘন করে স্থাপন করা ফেস্টুন অপসারণকালে তার নেতাকর্মীদের বাধা ও অসৌজন্য আচরণ করা, নিয়ম না মেনে ৬ ফুট বাই ৩ ফুটের ফেস্টুন স্থাপন, নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সঙ্গে উশৃংখল আচরণ ও গভীর রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবৈধ জমায়েত, উশৃংখল আচরণ, গণভোটের প্রচারণা ব্যানার ছেড়ার হুমকি দেওয়া এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ফেইসবুক আইডি দাখিল না করেই প্রচারণার অভিযোগ তোলা হয়েছে।

এসব নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যাসহ সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে জবাবে ব্যর্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ