মুন্সিগঞ্জ

শ্রীনগরে ব্রিজের নিচ থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ব্রিজের নিচ থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইওয়ে সড়কের হাঁসাড়া এলাকায় ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পানি থেকে লাশটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির নাম মো. সোহেল মিয়া (২৮)। সে টাংগাইলের মির্জাপুর উপজেলার নাগর পাড়ার মোহড় আলীর ছেলে। লাশটি শনাক্ত করে কদর হাওলাদার নামে এক ব্যক্তি।

স্থানীয়দের ধারনা অটো চালককে মেরে হাইওয়ে সড়কের হাসাড়ায় ব্রিজের নিচে ফেলে অটোটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা জানান, সোহেল মিয়া পরিবার পরিজন নিয়ে ঢাকার কেরানীগঞ্জ টেঘরিয়ার বনগ্রাম বাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে অটোরিক্সা চালাতেন।

নিহত সোহেলের শ্বাশুরী পিয়ারা বেগম বলেন, গত বুধবার দুপুরের খাবার খেয়ে তার মেয়ের জামাই অটোরিক্সা নিয়ে কাজে বের হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে তার লাশ উদ্ধারের খবর পেয়ে শ্রীনগর থানায় ছুটে আসি। সোহেলের ৭ মাস বয়সী ১টি কন্যা সন্তান রয়েছে।

স্ত্রী তাসলিমা আক্তার (২১) বলেন, বুধবার রাতে তার স্বামী বাড়ি ফিরেনি। সম্ভব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনও সন্ধান পাননি। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে লাশ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন। এ সময় কোলে শিশু কন্যা নিয়ে কান্নায় ভেঙ্গে পরেন তিনি।

শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মাইনুল হক খান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরও সংবাদ