মুন্সিগঞ্জ

শ্রীনগরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফখরুদ্দীন রাজির পথসভা

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজি।

শুক্রবার সকাল ১০ টার দিকে শ্রীনগর-ভাগ্যকুল সড়কের জমজম টাওয়ারের সামনে পথসভা করেন তিনি। এদিন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে শ্রীনগর বাজার, চকবাজার, দেউলভোগ, ডাকবাংলো মার্কেট, হরপাড়া, শ্রীনগর ছনবাড়িসহ বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন এমপি প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজি।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) জামায়াত ইসলামীর নির্বাচন সম্বনয়কারী খিদির আব্দুল সালাম, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি এটিএম বেলাল হোসাইন, সেক্রেটারী মো. নুরু জামান ভূইয়াসহ দলীয় নেতাকর্মী ও সমর্থক।

এই বিভাগের আরও সংবাদ