শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঢাকা-১২র মাথাল মার্কার প্রচারণা শুরু করবেন তাসলিমা আখতার


আগামীকাল বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তাসলিমা আখতার। ‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’-এই স্লোগানকে উপজীব্য করে ঢাকা-১২ আসনে নিজের নির্বাচনী প্রচারণা চালাবেন তিনি।
গণসংহতি আন্দোলন-জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার দলের মনোনয়ন নিয়ে এ আসনে সংসদ সদস্য পদের জন্য নির্বাচনী লড়াইয়ে নামছেন মাথাল প্রতীক নিয়ে। আগামীকাল থেকে শুরু হয়ে তার নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাক্টিভিস্ট-ফটোগ্রাফার, শ্রমিক আন্দোলন ও নারী অধিকার কর্মী, শিক্ষক-গবেষক এবং রোকেয়া পদক জয়ী তাসলিমা আখতারের নির্বাচনী প্রচারণার এই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা-১২ আসনের ভোটার-সমর্থক-সহ তাসলিমা আখতারের শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর আগামীকাল দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকায় ঢাকা ১২-এর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করবেন তাসলিমা আখতার-সহ তার নির্বাচনী প্রচারণা দলের স্বেচ্ছাসেবকরা। বিকেলে রাজধানীর নাখালপাড়া, গ্রিনরোড এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।



