বাগেরহাট
মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক-১


সুমম,স্টাফ রিপোর্টারঃ মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক। বুধবার (২১ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় কোস্ট গার্ড ও পুলিশ এর যৌথ অভিযানে মোংলার দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ঐ এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, মোংলার দিগরাজ বাঁশবাজার এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০)।
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান।



