সিরাজগঞ্জ

শাহজাদপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১১ প্রার্থী

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন মোট ১১ প্রার্থী।

তারা হলেন, বিএনপি মনোনীত প্রফেসর ড. এমএ মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোট এনসিপি মনোনীত এস. এম. সাইফ মোস্তাফিজ (শাপলা কলি), জেএসডি মনোনীত ইলোরা খাতুন (তারা), জাতীয় পার্টি মনোনীত মোঃ মোক্তার হোসেন (লাঙল), বাসদ মনোনীত মোঃ আনোয়ার হোসেন (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেজবাহ উদ্দিন (হাত পাখা), আম জনতা মনোনীত আসাদুল হক (প্রজাপতি), এবি পার্টি মনোনীত আবু জাফর মোঃ আনোয়ারুস সা’দাত (ঈগল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোঃ মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া) ও মোঃ ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার)। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আমিনুল ইসলামের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, মোট ১৩ জন প্রার্থীর মধ্যে শফিকুল ইসলাম সালামের মনোনয়নপত্র বাতিল এবং জামায়াতে ইসলামের প্রার্থী মিজানুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় উপরোক্ত ১১ জন প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এই বিভাগের আরও সংবাদ