সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২: টুকুর ডেরায় জয়ের জন্য মরিয়া জামায়াতে ইসলামী

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ৬৩ নম্বর আসন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত যমুনা সেতু পশ্চিম এলাকা ও জেলা শহর নিয়ে গঠিত এই আসনটি কৌশলগত দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করে। যমুনার কূল ঘেঁষে গড়ে ওঠা এই শহরটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এলাকা হিসেবে পরিচিত।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৫০৭ জন। ১৯৮৬ সালের তৃতীয় এবং ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টির দখলে ছিল। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে ৪০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে বিএনপি আসনটি জয় করে। তখন আওয়ামী লীগের সঙ্গে ছিল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। জামায়াতে ইসলামী ২৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিল।

১৯৯৬ সালের নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। সে নির্বাচনে বিএনপি পায় ২৯ দশমিক ৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী পায় ১২ দশমিক ৮ শতাংশ ভোট। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের সঙ্গে কামারখন্দ উপজেলা যুক্ত হওয়ায় এখানকার ভোটের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। একই সময়ে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপিতে যোগ দিয়ে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হন। এতে সিরাজগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির অবস্থান তলানিতে নেমে যায়।

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও চারদলীয় জোটের মধ্যে তীব্র লড়াই হয়। এতে ৫৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে চারদলীয় জোটের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। ফলে ধীরে ধীরে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হয় এবং টুকু স্থানীয়ভাবে অত্যন্ত পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি দমন কমিশনের মামলার কারণে ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচন করতে পারেননি। তার পরিবর্তে বিএনপি-–জামায়াত জোটের প্রার্থী হিসেবে বিএনপি থেকে মনোনয়ন পান তার স্ত্রী রোমানা মাহমুদ। টুকুর জনপ্রিয়তাকে পুঁজি করেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হন বলে রাজনৈতিক মহলে ধারণা রয়েছে।

২০১৪ সালের নির্বাচনে বিএনপি-–জামায়াত জোট নির্বাচন বর্জন করলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করা হয় এবং আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রার্থী হন রোমানা মাহমুদ। তবে শেষ পর্যন্ত নির্বাচন প্রহসনে পরিণত হওয়ায় তিনি ভোট বর্জন করেন।

২০২৪ সালে বিরোধী বৃহৎ রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করলেও কিছু বাম দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ঘটে গণঅভ্যুত্থান, যার মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটে। গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালে।

গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের পরিচিত মুখ ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মহিবুল্লাহ, গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মোহাম্মদ মাহফুজুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর এস. এম. আব্দুল্লাহ আল মামুন।

তবে মূল লড়াইটি হবে ইকবাল হাসান মাহমুদ টুকু (ধানের শীষ) ও মোহাম্মদ জাহিদুল ইসলাম (দাঁড়িপাল্লা)-এর মধ্যে। ইকবাল হাসান মাহমুদ টুকুর জনপ্রিয়তা ও বিশাল কর্মীবাহিনী থাকলেও জামায়াতে ইসলামী ইতোমধ্যে বৃহৎ জনশক্তি গড়ে তুলেছে। অনেকের মতে, বিএনপির এই ঘাঁটিটি বর্তমানে কঠিন সংশয়ের মধ্যে রয়েছে।

জামায়াতে ইসলামের সংগঠিত কর্মদক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রমের কারণে দলটির জনপ্রিয়তা বাড়ছে। পাশাপাশি তরুণদের নিয়ে গঠিত এনসিপি জামায়াতের সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটি বড় অংশ জামায়াতের দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তফসিল ঘোষণার প্রায় এক বছর আগ থেকেই জামায়াতের প্রার্থী জাহিদুল ইসলাম ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। দলটির কর্মীবাহিনীও মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ফলে নতুন মুখ হলেও লড়াইটি সমানে সমান হবে—এমন আভাস মিলছে নির্বাচনী মাঠে।

ভৌগোলিক অবস্থানের কারণে এই আসনটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টুকুর ডেরায় জয় ছিনিয়ে নিতে মরিয়া জামায়াতে ইসলামী। অন্যদিকে বিএনপিও আসনটি পুনরুদ্ধারে তৎপর, জামায়াত কে দুর্বল ভাবে না নিলেও বিএনপি জয়ের বিষয়ে শত ভাগ আশাবাদী।

বিএনপির ঘাঁটিতে এমন প্রতিদ্বন্দ্বিতা দলটির জন্য বিস্ময়কর হলেও কে হবেন আগামীর সিরাজগঞ্জ-২ আসনের জনগণের এমপি—তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই বিভাগের আরও সংবাদ