মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জ দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ উৎসব

আবু সাঈদ দেওয়ান সৌরভ : মুন্সীগঞ্জে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় ক্লাবের প্রায় ৮০ জন সাবেক খেলোয়াড়ের অংশগ্রহণে মুন্সীগঞ্জ বীর শ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।

অংশগ্রহনকারী খেলোয়াড়রা চার দলে বিভক্ত হয়ে দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি জনাব নজরুল ইসলাম।

খেলা শেষে লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।

নজরুল ইসলাম বলেন-“ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও ভালো স্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে যাদের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে, তাদের জন্য নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা ও খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের, ক্লাবের সহ-সভাপতি মোখলেছুর রহমান (খোকন), এনামুল হক ও মো. তপন। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন এবং কোষাধ্যক্ষ মোঃ আল ইমরান পলাশ।

এই বিভাগের আরও সংবাদ