বাগেরহাট

ষাটগম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং কার্যক্রমের উদ্বোধন

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমেদ তৈয়ব।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ষাটগম্বুজ প্রত্নস্থলের কাস্টোডিয়ান মোঃ জাহেদসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ডিজিটাল সেবার সম্প্রসারণের অংশ হিসেবে প্রত্নস্থল ও জাদুঘরে ই-টিকিটিং চালু করা হয়েছে। এর ফলে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে, সময় সাশ্রয় হবে এবং সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে নতুন দিগন্তের সূচনা হবে।

এই বিভাগের আরও সংবাদ