খুলনা

দৌলতপুরে গণভোট সফলের লক্ষ্যে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গণভোট ২০২৬ সফল ও অংশগ্রহণমূলক করতে খুলনায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসন খুলনার উদ্যোগে দৌলতপুর শহীদ মিনার চত্বরে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি গণভোট ২০২৬-এর গুরুত্ব তুলে ধরে ভোটাধিকার প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করেন। বিশেষ করে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রচার কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারী সদস্যদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হয়। তাই সবাইকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।

খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. আক্তার হোসেন।

এ ছাড়া জেলা প্রশাসন ও খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও সংবাদ