শিক্ষক লাঞ্ছনায় ব্যবস্থা নিতে গড়িমসি প্রশাসনের, তদন্ত কমিটি করে দায় সেরেছে প্রশাসন


রাফীদ আদ দ্বীন রাঈম, জবি প্রতিনিধি: ৩০ ডিসেম্বর শিক্ষক লাঞ্ছনার ব্যবস্থা গ্রহণে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক সহ অনেক শিক্ষককে ইসলাম স্টাডিজ বিভাগে তালা বন্ধ করে রাখে ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
“রইচ না জকুস, জকসু জকসু,রইচের দালালেরা হুশিয়ারি সাবধান ” বলে অশ্রাব্য ও অশালীন ভাষায় স্লোগান দিতে থাকে শিবিরের কর্মী ও সমার্থকরা। শিক্ষকদের তালাবন্ধ ঘটনা শুনে সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড.মোঃ মোশাররাফ হোসেন ইসলামিক স্টাডিজ বিভাগের গেটে আসতেই শিবিরের নেতাকর্মীরা অশ্রাব্য ভাষায় স্লোগান দিতে থাকে,” রইছের দালালের হুশিয়ার সাবধান “।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন – জকসু নির্বাচন স্থগিত হওয়ার পিছনে বিএনপি পন্থী শিক্ষক অধ্যাপক ড. রইছ উদ্দিনের হাত আছে অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিল শিবিরে নেতাকর্মীরা।
জকসু -২০২৫ সিন্ডিকেটের সিদ্ধান্তে স্থগিত হয়েছে বলে মন্তব্য করেছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম তবুও শিক্ষার্থীদের শিক্ষকদের ইসলামিক স্টাডিজ বিভাগে তালাবন্ধ করে রাখার বিষয়টা ছিলো উদ্দেশ্য পরিণত যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শিক্ষক সমিতি। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতিতে যাওয়ার কঠোর কার্যক্রম পরিকল্পনা করলেও জকসু’র নির্বাচনের কারণে কার্যক্রম শিথিল রেখেছিলেন শিক্ষক সমিতি।
এদিকে প্রশাসনের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় বিক্ষুব্ধ শিক্ষকরা,একটা তদন্ত কমিটি করে দায় সেরেছে প্রশাসন বলে মন্তব্য করেন অনেকে। কথায় কথায় শিক্ষার্থীদের গেটে তালাবন্ধ করে আন্দোলন করাতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীদের।
কিছু দিনে পূর্বের ঘটনা,আসসুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন তালাবন্ধ করে রেখে আন্দোলন করে মধ্য রাত অব্দি,সেদিন উপাচার্যের সভাপতিত্বে নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন এক্সটার্নাল এক্সপার্ট শিক্ষকরা। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় ইসলামিক স্টাডিজ বিভাগের ক্ষেত্রে। তবু্ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত গড়িমসি প্রশাসনের, অথচ পূর্বে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয় তড়িৎ গতিতে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যেকার সংঘর্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কালক্ষেপণ না হলেও, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গড়িমসি প্রশাসনের বলে মন্তব্য করেন কয়েকজন শিক্ষক।
এবিষয়ে তদন্ত কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন বলেন,”আমরা চেষ্টা করছি অভিযুক্তদের শনাক্ত করার, আমরা মিটিং করেছি তথ্য সংগ্রহ করেছি।”
কবে নাগাদ তদন্ত কাজ শেষে হবে প্রশ্নের জবাবে তিনি বলেন,”আমরা অনেক বড় ভিডিও বার্তা সংগ্রহ করেছি সেটা বিশ্লেষণ করতে সময় লাগবে আর আমাদের তো ক্লাস, পরিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হয়, নিদিষ্ট করে বলতে পারছি না তবে দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে”
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা তদন্ত কমিটি করেছি,তারা কাজ শুরু করছে,আশা করি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবো।”



