বাগেরহাট

শার্শায় ভারতীয় চোরাই মোবাইল ও নগদ টাকাসহ আটক ২

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টার: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৬ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বাগআঁচড়ার আমতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেঁড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলী দুই ছেলে আব্দুল হামিদ (৪৮) ও সিরাজুল ইসলাম (৩৯

পুলিশ জানা,,চলমান ডেভিল হান্ট ফেজ -২ অভিযানের অংশ হিসেবে বাগআঁচড়া এলাকায় অভিযান চলাকালে আমতলা এলাকায় অবস্থিত মেসার্স সরদার ট্রেডার্স নামক একটি কিটনাশক দোকানের সামনে নাভারণ–বাগআঁচড়া গামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন আব্দুল হামিদ ও সিরাজুল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও বাংলাদেশি ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করে। যা চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আটককৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মারুফ হোসেন।

এই বিভাগের আরও সংবাদ