মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব


বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে। গত জাতীয় নির্বাচনের পর মাঠের ক্রিকেটের চেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়েছে বেশি। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ারে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হলেও, রাজনীতি নিয়ে নিজের অবস্থানে এখনো অনড় তিনি।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে লড়েন সাকিব।
সেই নির্বাচনে ১ লাখ ৮৫ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য হন তিনি। কিন্তু একই বছরের জুলাইয়ে দেশে সরকার পতনের আন্দোলন শুরু হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘স্বৈরাচার’ শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সাকিব ওই পুরোটা সময় অবশ্য বিদেশে ছিলেন।
কিন্তু তার নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে হাসিনা-সরকারের অংশ হওয়ায় জনরোষের মুখেও পড়তে হয় তাকে।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এ পালাবদল ঘটে। মামলা ও বোর্ডে পালাবদলের ফলে সাকিব আল হাসানের পক্ষে এখন পর্যন্ত দেশে ফেরা সম্ভব হয়নি।
তবে ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী সাকিব। এমনকি স্বপ্ন দেখেন দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার।
ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন কি না; এমন প্রশ্নের জবাবে কোনো রাখঢাক না রেখেই সাকিব জানিয়েছেন, তিনি রাজনীতিতে সক্রিয় থাকতে চান। সম্প্রতি ‘বিডিক্রিকটাইম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কেন করব না? নির্বাচন তো করবই। এটা নিয়ে আমার মনে কোনো সংশয় বা সন্দেহ নেই।
ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব।’
দীর্ঘদিন লাল-সবুজ জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করার পর সাকিবের এখনকার ভাবনার অনেকটা জুড়ে আছে মাগুরার মানুষ।
তিনি জানান, নির্বাচনে আসার পেছনে তার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য কাজ করা। সাকিবের ভাষায়, ‘মাগুরার মানুষের সেবা করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে জাতীয় দলের হয়ে সাকিবের নিয়মিত মাঠে নামা বর্তমানে থমকে আছে। দেশের হয়ে দীর্ঘ সাফল্যের পথচলা এখন এক ধরণের বিরতির মুখে।
জাতীয় দলের জার্সিতে তাকে দেখা না গেলেও, সাকিব বর্তমানে নিজেকে ব্যস্ত রাখছেন বিভিন্ন দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। তবে ক্রিকেটের ব্যাটে-বলে যেমনই কাটুক না কেন, রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান ধরে রাখতে তিনি যে দৃঢ়প্রতিজ্ঞ, তা সাকিবের সাম্প্রতিক মন্তব্যেই স্পষ্ট।



