শেরপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত


আরফান আলী, শেরপুর: শেরপুর সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনা। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের নিয়ম-কানুন মেনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আঃ বাছেত। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



