শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


আরফান আলী, শেরপুর: শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, গত বছরের ২৫ নভেম্বর অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতায় শেরপুর সরকারি কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মেধা ও সাধারণ জ্ঞান বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক উপদেষ্টা শামছুল হুদা চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ এবং শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল।
এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক, সদস্য আব্দুল আলিম ও সাইমা জাহান ছোঁয়া।
অনুষ্ঠানের শেষপর্বে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



