ময়মনসিংহ

নান্দাইলে গাছ ছাপায় শিশুর মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গাছ চাপায় আরাফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরাফ একই গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের ছেলে।

জানাযায়, পাশের বাড়ির আব্দুল্লাহ (আরাফের চাচা) রবিবার দুপুরে তার পুকুর পাড়ের নারিকেল গাছ কেটে মাটিতে পড়ার সময় পুকুর পাড়ে থাকার আরাফ গাছ চাপায় পড়ে মারাত্মক ভাবে আহত হয়। তাৎক্ষণিক ভাবে আরাফের স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল মডেল থানার ওসি আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ