নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্বার


ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাটে গত ৫ দিন ধরে নিখোঁজ থাকা আনারুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্বার করেছে পুলিশ।
শুক্রবার সকালে জেলা শহরের বটতলাহাট এলাকার মীরের পুকুরে ভাসমান মরদেহ উদ্বার করা হয়। নিহত আনারুল ইসলাম একই এলাকার মৃত মিনারুল হকের ছেলে। আনারুল ইসলাম গত ৪ জানুয়ারী সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে জরুরি সহায়তা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ মরদেহ উদ্বার করলে পরিচয় শনাক্ত করে নিহতের পরিবার। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান সদর মডেল থানার ওসি নুরে আলম।


