বাগমারায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেল সাড়ে চার’টায় উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ এবং তাহেরপুর পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্সাল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জহুরুল আলম বাবু, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, এ্যাডভোকেট মাহফুজুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাহী জেলা মহিলাদল সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি আব্দুল মালেক মানিক ছাত্রদল নেতা মহব্বত হোসেন, প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, তাহের পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, মহিলা দল উপজেলা সভাপতি নিহার বানু, তাঁতিদলের উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, জিসাজ সভাপতি আব্দুল জলিল, বিএনপি নেতা আক্তারুজ্জামান তপন, মহিলা দল সাবেক সভাপতি রিনা ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, কেন্দ্রীয় তাঁতিদের দলের সদস্য সানাউল ইসলাম ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল।



