করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়াল

0
90

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৭০৫ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৩৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭০৫জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি।

মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে ৩৭ জন, বাড়িতে দুইজন ও মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জনে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।