প্রবাস

মুক্তিযোদ্ধা ইসরাফিল মিয়ার মৃত্যুতে দুবাইতে স্মরণ সভা

সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাতঃ মুক্তিযোদ্ধা মোঃ ইসরাফিল মিয়ার মৃত্যুতে দুবাইয়ে স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিল সহ মেজবানের আয়োজন করা হয়। দুবাইয়ের আল গেসিসে নেফলেস গ্রুপের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন ইসরাফিল মিয়া ছিলেন দেশের জন্য আত্মনিবেদনকারী এক বীর সৈনিক, তার জীবদ্দশায় মানবতার কল্যাণে তিনি যে অবদান রেখেছেন তা আমাদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা তার রেখে যাওয়া যোগ্যত্ব উত্তরসূরীদের মুক্তিযোদ্ধা ইসরাফিলের পথ অনুসরনের আহ্বান জানান।

সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, নেফ্লেক্স গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইসরাফিল মিয়ার সন্তান একে আজাদের তত্ত্বাবধানে দুবাইয়ের ফাসনোভা লাইটিং গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ইন্জিনিয়ার ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ইন্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি, ব্যবসায়ী ফরিদুল আলম সিআইপি, কমিউনিটি নেতা ইসমাইল গণি চৌধুরী, নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল শিমুল সিআইপি, আনসারুল হক আনসার সিআইপি।

কাজী মোহাম্মদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী মনজুরুল ইসলাম, কমিউনিটি নেতা আবু হেনা, ব্যবসায়ী রহমতুল্লাহ সুমন সহ বিভিন্ন সামাজিক ও প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা ইসরাফিল মিয়ার জীবন আলোক্ষ্যে আলোচনা সভার শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ