মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল আটক

0
84

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ১ হাজার ২২০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সদরের মুক্তারপুর গোসাইবাড়ী আনসারকারীর মাঠ এলাকায় অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য হচ্ছে ৬ লক্ষ ১০ হাজার টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন জানান, পঞ্চসার ইউনিয়নের গোসাইবাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ১ হাজার ২২০ পাউন্ড কারেন্ট জাল আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলারুজু করা হয়েছে।