টাঙ্গাইল

এলেঙ্গা পৌর বিএনপি’র আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর পক্ষে এই মাহফিলের আয়োজন করে এলেঙ্গা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার প্রাণকেন্দ্র এলেঙ্গা কলেজ মোড় গোল চত্ত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এলেঙ্গা পৌর বিএনপি’র সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনুর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, আব্দুল বারেক, আব্দুল মজিদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, মোশারফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক হামিদুর রহমান, দক্ষিণ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, এলেঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার ফকির, কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, নায়েব আলী, এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব, এড. আজগর ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দেশনেত্রীর অসুস্থতার এই কঠিন সময়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

দোয়া মাহফিলে কালিহাতী উপজেলা বিএনপি, এলেঙ্গা পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এটি দেশনেত্রীর প্রতি স্থানীয় সংগঠনের গভীর শ্রদ্ধা ও আনুগত্যের বহিঃপ্রকাশ।

এছাড়াও, বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা। ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর পক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এলেঙ্গা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা সকলে মিলে আন্তরিকভাবে দেশনেত্রীর আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে।

এই বিভাগের আরও সংবাদ