“সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” অনলাইন কর্মশালা অনুষ্ঠিত

0
79

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: গতকাল ১৮ই সেপ্টেবর শুক্রবার জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের আযোজনে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” অনলাইন কর্মশালা শুরু হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের সভাপতি শাহিন ইসলা সকাল ৯:৩০ মিনিটে এ কর্মশালার শুভ উদ্বোদন করেন। মুন্সীগঞ্জ ও সিরাজদিখান উপজেলার প্রায় ২৫ জন সংবাদকর্মী এ কর্মশালায় অংশগ্রহন করে।

এ কর্মশালায় কৌশলগত যোগাযোগ ছাড়াও ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ নিয়ে আলোচনা করেন মন্ত্রীপরিষদের যুগ্ম সচিব আয়েশা আক্তার এবং ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ বিষয়ে আলোচনা করেন মন্ত্রীপরিষদের যুগ্ম সচিব ড. মো. গোলাম ফারুক।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন মন্ত্রীপরিষদের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। এছাড়াও উপস্থিত ছিলেন ‘প্রজেক্ট ফর ডায়লগ’ এর টিম লিডার আরসেন ষ্টোপানিয়ান, মন্ত্রীপরিষদের উপ পরিচালক মো. মোকলেছুর রহমান ও প্রকল্প পরিচালক মনজুরুল আলম প্রমুখ।