বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে বান্দরবানে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা জেলা আহবায়কের


রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার বালাঘাটায় বিএনপির নির্বাচনী প্রচারণা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে বান্দরবানে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন জেলা বিএনপি আহবায়ক সাচিং প্রু জেরি ।
এ সময় অফিস উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আজ ২৬ নভেম্বর সকালে বালাঘাটায় বিএনপির সকল কর্মীদের নিয়ে নতুন অফিসের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক জনপ্রিয় ও বলিষ্ঠ নেতা সাচিং প্রু জেরি।
এই সময় সুয়ালক ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান সদর উপজেলার বিএনপির রাজপথের ত্যাগী পুরনো বিপ্লবী নেতা শান্ত তংচঙ্গা। তিনি বলেন—বিএনপি কোনো ব্যক্তির দল নয়, এটি জনগণের দল। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদের প্রতিটি নেতাকর্মীকে সততা, সাহস ও দলীয় শৃঙ্খলা নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইয়ুব আলী মেম্বার, হরিশচন্দ্র তংচঙ্গা, মোঃ মোরশেদুল আলম, মংক্যাপ্রু মারমা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি বলেন—“বাংলাদেশের জনমানুষ পরিবর্তন চায়। ন্যায়, অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষই মানুষের আশার প্রতীক। আমরা সবাই এক হয়ে জনগণের পাশে দাঁড়াবো।
তিনি আরও বলেন,এই প্রচারণা অফিস হবে আমাদের নির্বাচনী কার্যক্রমের প্রাণকেন্দ্র। এখান থেকেই আমরা ঘরে ঘরে যাবো, মানুষের কাছে বিএনপির পরিকল্পনা, আন্দোলন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দেবো।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি জোর দিয়ে আহ্বান জানান—নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধ থাকুন, মানুষের পাশে থাকুন, ধানের শীষের বিজয়ের জন্য কঠোর পরিশ্রম করুন। ইনশা আল্লাহ বান্দরবানে বিএনপি ব্যাপক ভোটে বিজয়ী হবে। পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করছিল বিজয়ের আশা, দলীয় ঐক্য এবং নির্বাচনী প্রত্যাশার স্পন্দন।



