উপ-সচিব হলেন ভোলার আবদুল খালেক


ইয়ামিন হোসেন, ভোলাঃ সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কমরর্ত আবদুল খালেক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রফিকুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবদুল খালেক এ ছাড়া ও সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সদ্য পদোন্নতি পাওয়া আবদুল খালেক দ্বীপজেলা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরপোটকা গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান। তার বাবা হাজী মোঃ আবদুল মান্নান একজন সমাজসেবক ও গর্বিত মা হালিমা বেগম একজন গৃহিণী। আবদুল খালেক ৫ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়।
সদ্য পদোন্নতি পাওয়া আবদুল খালেক এর ছোট ভাই কামরুল হাসান অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে ও মোঃ জামাল হোসেন গৃহায়ণ গণপূর্ত অধিদপ্তরে কর্মরত। এ ছাড়া জামাল হোসেন এর সহধর্মিণী ও গণপূর্তে এবং বড় ভগ্নীপতি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে কমরর্ত আছেন ও ছোট ভগ্নিপতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় কর্মরত আছেন। অন্য দুই ভাইয়ের একজন ব্যাংকে কর্মরত এবং অন্যজন সরকারী চাকুরী প্রত্যাশীদের জন্য গড়ে উঠা ঢাকা বহুভাষী সার্টলিপি ট্রেনিং সেন্টারের পরিচালনার দায়িত্বে রয়েছে।
ভোলার কৃতি সন্তান আবদুল খালেক উপ-সচিব পদোন্নতি পাওয়ায় তাকে ভোলা জার্নালিষ্ট ফোরাম, ভোলা নিরাপদ চিকিৎসা চাই সংগঠন, ভোলা সমাজ কল্যাণ পাঠাগার, ভোলা সচেতন নাগরিক ফোরাম ও ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছে।



