নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

0
98

রাজধানীর ভাটারা থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত হলেন- মোঃ কিরন হোসেন (২৭)। এসময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিম জব্দ করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর, ২০২০ (বুধবার) রাত ১০.৩০ টায় এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল ভাটারা থানার প্রগতি সরণি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃত আসামি ফেইসবুক আইডি ব্যবহার করে আনসার আল ইসলাম এর কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন সময়ে জঙ্গী সংক্রান্ত মতবাদ প্রচার, অস্ত্র চালনা প্রশিক্ষণ, আক্রমনের জন্য শারীরিক শিক্ষা, বিভিন্ন জিহাদী পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে জিহাদী কার্যক্রমে উৎসাহ দেওয়ার সাথে সাথে জিহাদেরও প্রস্তুতি গ্রহণ করছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান। সুত্রঃডিএমপি নিউজ