সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাফুজা বেগমকে ঢেউটিন ও চেক প্রদান


তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে অগ্নিকাণ্ডের ভয়াবহতায় এক মুহূর্তে সব হারান মোছাঃ মাফুজা বেগম। আগুনে তার বসতঘর, গৃহস্থালির মালামাল ও প্রয়োজনীয় সম্পদ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।চরম মানবিক বিপর্যয়ের মুখে হতবিহ্বল হয়ে পড়েন তিনি ও তার পরিবার।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল।
তারা সরেজমিনে ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা পরিদর্শন করেন এবং তৎক্ষণাৎ মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে মাফুজা বেগমকে উপজেলা পরিষদে ডেকে এনে সরকারি ত্রাণ তহবিল থেকে ২ বান্ডেল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন।আগুনে পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণে এটি প্রাথমিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা স্বস্তি ফিরে পায়।
সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন বলেন—অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ আমরা গভীরভাবে উপলব্ধি করি।সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই পরিবারের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তার এ দ্রুত মানবিক সাড়া ও কার্যকর পদক্ষেপে স্থানীয় এলাকাবাসীর মাঝে সন্তুষ্টি ও প্রশংসার জোয়ার বইছে।প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এক আশার আলো হিসেবে দেখা দিয়েছে।



