জামালপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোঃ ফরিদুল কবির তালুকদার


তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।
সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে জামালপুর জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসা মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম দলের একজন আদর্শবান, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে জেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ।
আওয়ামী লীগ সরকারের আমলে ২৪৮টি মামলার আসামি হওয়া শামীম তালুকদার নিজের জমি বিক্রি করে টানা ১৫ বছর ধরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ১২ হাজার নেতাকর্মীর মামলা পরিচালনার খরচ বহন করেছেন।রাজনৈতিক ত্যাগ ও সাহসিকতার কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।বিএনপির কঠিন সময়ে তিনি সর্বদা কর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।রাজনীতির পাশাপাশি তিনি একজন শিক্ষিত,ভদ্র ও জনমুখী ব্যক্তিত্ব হিসেবে সরিষাবাড়ীসহ পুরো জেলাজুড়ে সমাদৃত। তার নেতৃত্বে জেলা বিএনপি নতুন প্রাণ পেয়েছে — এমনটাই মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।মনোনয়ন ঘোষণার পরপরই সরিষাবাড়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শুরু হয় উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন,সরিষাবাড়ীতে এবার ত্যাগী ও জনবান্ধব নেতার হাতে ধানের শীষের পতাকা এসেছে।আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ বিজয় ধানের শীষের হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোঃ ফরিদুল কবির তালুকদার শামীমের প্রার্থিতা সরিষাবাড়ীতে বিএনপির মাঠকে আরও চাঙা করে তুলবে।তার জনপ্রিয়তা, দলীয় সংগঠনের প্রতি নিবেদন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।



