আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বসে ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সিলাচাপে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধ্বসে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার(১৫ নভেম্বর) জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢাল ভেঙে পড়লে ঐ এলাকার প্রায় এক ডজন বাড়ি মাটির নিচে চাপা পড়ে। খবর রয়টার্সের।

সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি জানান, ভূমিধ্বসের গভীরতা কিছু স্থানে ৮ মিটার পর্যন্ত পৌঁছেছিল, যা উদ্ধারকার্যে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। প্রথম দিন তিনজনের মরদেহ এবং শনিবার আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বর্ষাকাল শুরু হওয়ায় দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়ে গেছে। প্রতি বছর সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়া জুড়ে অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধ্বস প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের জীবিত পাওয়ার আশা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

এই বিভাগের আরও সংবাদ