খুলনা

খুলনায় এনসিপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১১ নভম্বর মঙ্গলবার রাতে খুলনা জেলা ও মহানগর ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি)’র দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। খুলনা নগরীর শিববাড়ি মোড়ের হোটেল টাইগার গার্ডেনের পার্শ্বে অবস্থিত এনসিপি কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল দূর্বৃত্ত হঠাৎ দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

টনার পরপরই দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

এই বিভাগের আরও সংবাদ