ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থীকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা


ইয়ামিন হোসেন: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভোলা জেলা ও সদর উপজেলা জিয়া পরিষদ।
১১ই নভেম্বর সন্ধ্যায় সাবেক ছাত্রনেতা ও জিয়া পরিষদের ভোলা জেলার সদস্য সচিব মোঃ আকবর হোসেন এর নেতৃত্বে জেলা জিয়া পরিষদ ও সদর উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ মাহাজনপট্রি বিএনপির কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান।
জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন বলেন, বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের আগলে রেখেছেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর, তাকে দল ধানের শীষের প্রতিক দিয়ে ভোলাবাসী কে ধন্য করেছে।
আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর ভ্যানগার্ড হিসেবে থাকবে ভোলার জিয়া পরিষদের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মিলন হাওলাদার, নিজাম উদ্দিনপ্রমুখ।



