বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে জায়নামাজ বিতরণ


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলা ছাত্রদল ও বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের প্রতিটি ছাত্রাবাসে শিক্ষার্থীদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন হল পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে জায়নামাজ তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শেখ আল মামুন, শামিম মুন্সি, জসিম মিনা, পিসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদওয়ান কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামির আহমেদ, সহ-সভাপতি কাজী সালমান ও জাকারিয়া হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ঋতিক হালদার রোহিত ও আদনান ফাহিম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হৃদয় শেখ, কাইফ সরদার, আব্দুল্লাহ সরদার প্রমুখ।
নেতারা জানান, তরুণ প্রজন্মকে নামাজের প্রতি আগ্রহী করে তোলা ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করলে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
এই সময় অত্র কলেজের অধ্যক্ষ জিয়াউল ইসলাম বলেন, “ধর্ম মানুষকে সৎ, দায়িত্ববান ও সমাজবান্ধব করে তোলে। শিক্ষার্থীরা যদি নামাজের মাধ্যমে আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের পথে অগ্রসর হয়, তাহলে তারা দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে। ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি শিক্ষার্থীদের ইতিবাচক কাজে উৎসাহিত করবে।”
এ সময় নেতারা আরও বলেন, ছাত্রদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি সমাজ ও শিক্ষাঙ্গনে মানবিক ও ইতিবাচক উদ্যোগের অংশীদার হতে চায়। শিক্ষার্থীদের ধর্মীয় চেতনা জাগ্রত করে একটি শান্তিপূর্ণ ও সচেতন ক্যাম্পাস গঠনে কাজ করছে সংগঠনটি।
জায়নামাজ বিতরণের সময় শিক্ষার্থীরাও এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করেন এবং ছাত্রদল নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।



