এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত


আরফান আলী, শেরপুর: সেবা, সৌহার্দ্য, সুনাগরিকত্ব এই তিনটি মটো নিয়ে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন। গতকাল শুক্রবার রাতে শেরপুর শহরের নিউ আলীশান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এজিএম -এ সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মুগনিউর রহমান মনি, ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান মোকসুদুর রহমান মামুন, এপেক্সিয়ান ডা. এ.এ.এম আবু তাহের, ক্লাব অব ব্রহ্মপুত্রের ফাউন্ডার সেক্রেটারি এপেক্সিয়ান এহসান উদ্দিন বাপ্পী ও ক্লাব অব ভালুকার সেক্রেটারি মুশিদুল আলম।
২০২৬ সালের জন্য প্রেসিডেন্ট হিসেবে এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মনিরুজ্জামান মানিক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. জিয়াউর রহমান ও সেক্রেটারি এন্ড ডিএনই হিসেবে এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে দুজন কম ভাগ্যবান নারীকে সেলাই মেশিন ও অসুস্থ ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মুগনিউর রহমান মনি, এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, এপেক্সিয়ান মোকসুদুর রহমান মামুন, এপেক্সিয়ান মো. আশরাফুল আলম রাজু।
পরে শিশু ও ফোক শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য এবং সংগীত পরিবেশন করা হয়।



