মানিকগঞ্জ

মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : ” সত্যের সাথে, একসাথে ” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ সভায় এই কমিটি গঠিত হয়।

কমিটিতে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করসপন্ডেন্ট বি এম খোরশেদ সভাপতি এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল ২৪) ও রিপন আনসারী (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহ-সম্পাদক ইউসুফ আলী (সময় টিভি),কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি), প্রচার সম্পাদক অহিদুর রহমান রানা (বাংলা টিভি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), মো. আকরাম হোসেন (বাংলা ভিশন), আসাদ জামান (এখন টেলিভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), আহমেদ পিয়াল (নাগরিক টিভি) ও সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।

উপদেষ্টা পরিষদে রয়েছেন গোলাম ছারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস (আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙা টিভি), মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি) ও কাবুল উদ্দিন খান (নিউজ ২৪)।

কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রয়েছেন, জাহিদুল হক চন্দন (দীপ্ত টিভি), আরফিন আহমেদ আপেল (চ্যানেল নাইন), আলামিন হোসেন (একুশে টিভি), সাধন সূত্রধর (মোহনা টিভি), সাইফুল আহমেদ সাব্বির (বিজয় টিভি), জহিরুল ইসলাম (আনন্দ টিভি) অভি হাসান (এশিয়ান টিভি), শরীফুল ইসলাম (মোহনা টিভি) ও আফ্রিদী আহমেদ (চ্যানেল এস)।

নবনির্বাচিত সভাপতি বি. এম খোরশেদ বলেন, সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করাই টিআরইউ’র মূল লক্ষ্য।

এই বিভাগের আরও সংবাদ