আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের থাকছে বিশেষ ক্ষমতা: নির্বাচন কমিশনার


কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কোনো ধরনের পোস্টার থাকবে না উল্লেখ করে মাননীয় নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “এই নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং অফিসারদের ক্ষমতা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যদি কোনো আসনে তারা মনে করেন ভোটগ্রহণ গ্রহণযোগ্য নয়, তাহলে তিনি নিজ উদ্যোগেই সেই আসনের পুরো নির্বাচন স্থগিত করতে পারবেন।”
শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ৮:৩০ থেকে বিকেল ৪: ৩০ পর্যন্ত কোডেক ট্রেনিং সেন্টার, কুয়াকাট সম্মেলন কক্ষে
নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন, চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় আয়োজিত এক কর্মশালায় এ সব কথা বলেন তিনি।
পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এবং জাতিসংঘের সহযোগিতায় “” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আতাউর রহমান, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, এবং নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (প্রশিক্ষণ) ও CBTEP প্রকল্প পরিচালক মুহাম্মদ মোখলেস হোসেন।
কর্মশালার সভাপতিত্ব করেন মোঃ ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা, পটুয়াখালী। অনুষ্ঠানটি আয়োজন করে CBTEP প্রকল্প, সহযোগিতায় ছিল The Ballot ও BRIP প্রকল্প। কর্মশালায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীলতা অপরিহার্য।
শেষে প্রধান অতিথি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন,“আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি কর্মকর্তা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”



