ক্রিকেট

টিপিএলঃ ৮৩ রানের বিশাল জয় টিম ইলেভেনের

চলছে এম,আর,এস প্রেজেন্ট টিপিএল নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। টুর্নামেন্টে আজ ২৯ অক্টোবর দিনের ১ম ম্যাচে মুখোমুখি বেগুনবাড়ি ফায়ার্স বনাম টিম এলেভেন।

প্রথমে ব্যাটিংয়ে নেমে টিম ইলেভেন নির্ধারিত ১০ ওভারে ১৫৬ রান টার্গেট দেয় । জবাবে ব্যাট করতে নেমে ৭২ রানে অল আউট বেগুনবাড়ি ফায়ার্স। ৮৩ রানের বিশাল জয় লাভ করে টিম ইলেভেন। ম্যান অফ দ্যা ম্যাচ হন কাউসার।

বেগুনবাড়ি ফায়ার্স

এর আগে গত ২৪শে অক্টোবর রাতে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টিপিএল নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে তরঙ্গ নিউজ। টুর্নামেন্টটি আয়োজন করেন উদ্যম যুব প্রচেষ্টা।

 

এই বিভাগের আরও সংবাদ